নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

ফুটবল তরুণদের ফাইনালে রংপুর ও রাজশাহী

ফুটবল তরুণদের ফাইনালে রংপুর ও রাজশাহী

ফুটবল তরুণদের ফাইনালে রংপুর ও রাজশাহী

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
শেখ কামাল ২য়  বাংলাদেশ যুব গেমস-২০২৩’তরুণ  ফুটবলের ফাইনালে উঠেছে রংপুর ও রাজশাহী বিভাগ।

মঙ্গলবার পল্টন আউটার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রংপুর বিভাগ ৩-০ গোলে খুলনা বিভাগকে হারিয়েছে। শাহরিয়ার ১৮ মিনিটে প্রথম গোল করেন। আলমগীর ৭৩ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন।

আরেক সেমিফাইনালে রাজশাহী বিভাগ ২-০ গোলে হারায় সিলেট বিভাগকে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। সিদ্দিক ৬৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ। ফাইনাল ম্যাচ ৩ মার্চ অনুষ্ঠিত হবে; স্থান নির্ধারণী ম্যাচ হবে ২ মার্চ।