নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

দাবায় ঢাকার শ্রেষ্ঠত্ব

দাবায় ঢাকার শ্রেষ্ঠত্ব

দাবায় ঢাকার শ্রেষ্ঠত্ব

ঢাকা,২৮ ফেব্রুয়ারি
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’এর দাবা ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ঢাকা বিভাগ।  

জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি)দাবা কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তরুণ বিভাগে পাঁচটি ইভেন্টের মধ্যে পাঁচটিতেই  স্বর্ণপদক পেয়েছে ঢাকা বিভাগ। রৌপ্যপদক জয়ী রাজশাহী বিভাগ তিন খেলায় জয় এবং একটি করে ড্র করেছে ও হেরেছে। ব্রোঞ্জজয়ী সিলেট বিভাগ দুটি করে জয় ও ড্র এবং একটি খেলায় হেরেছে।

অন্যদিকে তরুণীদের বিভাগে ঢাকা বিভাগ পাঁচ খেলার সবক’টিতে জিতে স্বর্ণ, রাজশাহী বিভাগ তিনটিতে জয় এবং একটি করে  ড্র ও হারে রৌপ্য এবং চট্টগ্রাম বিভাগ তিনটিতে জয় এবং একটি করে  ড্র ও হেরে ব্রোঞ্জ পদক জিতেছে। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 

এ সময় গেমসের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও বিওএ কোষাধ্যক্ষ এ কে সরকার এবং ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদুল্যা উপস্থিত ছিলেন।