নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

যুব গেমসের স্কোয়াশ শুরু

যুব গেমসের স্কোয়াশ শুরু

যুব গেমসের স্কোয়াশ শুরু

ঢাকা,২৮ ফেব্রুয়ারি
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর স্কোয়াশ ডিসিপ্লিনের খেলা আজ শুরু হয়েছে। 

মঙ্গলবার আর্মি কমপ্লেক্স স্কোয়াশ কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এসপিপি, এনডিইউ, এমএডব্লুসি, পিএসসি, জি।  এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.) উপস্থিত ছিলেন। 

প্রথম দিনে তরুণীদের একক ইভেন্টে ঢাকা বিভাগের নাবিলা, ময়মনসিংহ বিভাগের জুই এবং চট্টগ্রাম বিভাগের রাখিয়া চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে