ঢাকা,২৮ ফেব্রুয়ার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর জিমন্যাস্টিকস প্রতিযোগিতা আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে শুরু হবে।
বুধবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের তরুণ-তরুণী জিমন্যাস্টরা অংশগ্রহণ করবে। আগামী ৩ মার্চ শেষ হবে এ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা।