নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

শুটিংয়ে ওয়াহেদ ও মাসুদের স্বর্ণ জয়

শুটিংয়ে ওয়াহেদ ও মাসুদের স্বর্ণ জয়

শুটিংয়ে ওয়াহেদ ও মাসুদের স্বর্ণ জয়

ঢাকা, ১ মার্চ,২০২৩
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর শ্যুটিং ডিসিপ্লিনের খেলা গুলশানে বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের রেঞ্জে শুরু হয়েছে।

তরুণদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ঢাকা বিভাগের মো. খাজা আব্দুল ওয়াহেদ স্বর্ণজয় করেন। স্বর্ণের পাশাপাশি রুপাও জিতেছে ঢাকা বিভাগ। মো. রাজিউর রহমান রুমেলের হাতধরে আসে এ পদক। রাজশাহী বিভাগের হেদায়েতুর রহমান খান ব্রোঞ্জ পদক জেতেন।

তরুণীদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ঢাকা বিভাগের মেহেজাবীন মেহতাজ মাসুদ স্বর্ণ পদক জিতেছেন। রাজশাহী বিভাগের মোমতাহিনা বিশ্বাস ও চট্টগ্রাম বিভাগের সুই ক্রাইচিং মারমা ব্রোঞ্জপদক জেতেন।