ঢাকা, ১ মার্চ,২০২৩
আন্তর্জাতিক অঙ্গনে জিমন্যাস্টিকস থেকে পদক আসবে— বিশ্বাস করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের জিমন্যাস্টিকস ডিসিপ্লিনের উদ্বোধন করতে এসে তিনি বলেন,‘শেখ কামাল যুব গেমস জিমন্যাস্টিস প্রোগ্রাম দেখে আমি আনন্দিত, অভিভুত। যুব গেমসটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে।’
সাইক্লিংয়ে দূর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,‘সাইক্লিংয়ে একটা ছেলে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার জন্য আমরা দু:খ প্রকাশ করছি।’
এসময় গেমস সম্পর্কে তিনি বলেন,‘যুব গেমসের স্বার্থকতা হলো তরুণ প্রতিভা বেরিয়ে আসছে। তারাই হবে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের তারকা। জিমন্যাস্টিকস নিয়ে আমাদের চিন্তা-ভাবনা রয়েছে। যেভাবে ছেলে-মেয়েরা বেরিয়ে আসছে, কমনওয়েলথ গেমস এবং ইসলামিক সলিডারিটি গেমসে আমি জিমন্যাস্টসদের সম্ভাবনা দেখেছি। এ ডিসিপ্লিন নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি, জিমন্যাস্টিকস আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রেজাল্ট দিতে সক্ষম হবে।’
জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তাদের প্রশংসা করে শাহেদ রেজা বলেন, ‘জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদসহ অন্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। সকল ফেডারেশন দিয়ে সবকিছু আশা করা যায় না। আমি এ ফেডারেশন নিয়ে আশ্বাস দিতে পারি। যতটুকু দেখেছি, জিমন্যাস্টিকস থেকে ভালো কিছুই হবে।’ এসময় তিনি আরও বলেন, ‘এখকার মতো অতীতে কোন প্রতিযোগিতায় এত জিমন্যাস্টকে অংশগ্রহন করতে দেখিনি। বাংলাদেশে যে জিমন্যাস্টিকস ফেডারেশন আছে, তা অনেকেই জানতেন না। আজকে জিমন্যাস্টিকস আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করেছে। জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদকে কাতারে স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। আন্তর্জাতিক ফেডারেশন থেকে তাকে সম্মাননা দেয়া হয়েছে। শুধু এটুকু বলব জিমন্যাস্টিকস যেভাবে এগিয়ে যাচ্ছে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ফল আসবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ। গেমসে পদক জয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের ট্রেন দূর্ঘটনায় প্রাণ হারানোর প্রসঙ্গ টেনে ভবিষ্যতে অতি উৎসাহি হয়ে কাজ না করতে তরুণ-তরুণীদের পরামর্শ দেন তিনি।
শেখ বশির আহমেদ বলেন, ‘যুব গেমসের এক তরুণ প্রতিভা হারিয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো তোমরা যে তরুণ প্রতিভা আছো, অনেক সময় উত্তেজিত হয়ে কাজ করতে গিয়ে বিপদ ডেকে আনো। জীবন্ত একটা মানুষ চলে গেছে। মারুফের এক্সইটমেন্টের কারণেই এ দূর্ঘনা; যার কারণে একটা পরিবার ধ্বংসের পথে। তোমাদের এটা থেকে শেখার আছে। পথে-ঘাটে নয়, বাড়ির নির্দিষ্ট কোনো জায়গায় জিমন্যাস্টিকস অনুশীলন করবে।’
নতুন কোচ চু সাং ডংয়ের অধীনে জিমন্যাস্টসরা আরও ভালো পর্যায়ে যাচ্ছেন উল্লেখ করে শেখ বশির আহমেদ বলেন, ‘আমাদের আজকের পরিবেশ দেখে অতিথিরা খুশি। আগে থেকে জিমন্যাস্টিকস হাই লাইটেড ছিল। সেই জিমন্যাস্টিকসে আমাদের তরুণ প্রতিভাবানরা শ্রম দিচ্ছেন। কোচ আমাদের অনুপ্রাণিত করছেন। আশা করি, তার অনুপ্রেরণায় ভবিষ্যতে ভালো কিছুই হবে।’