ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ রাগবি ডিসিপ্লিনের খেলা উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
পল্টন ময়দানে তরুণ বিভাগ দিনে প্রথম খেলায় খুলনা ২৫-০ পয়েন্টে ঢাকাকে, সিলেট ৫-০ পয়েন্টে ময়মনসিংহকে, চট্টগ্রাম ১০-০ পয়েন্টে রাজশাহীকে, রংপুর ১৯-০ পয়েন্টে বরিশালকে, খুলনা ১৭-০ পয়েন্টে রাজশাহীকে এবং ময়মনসিংহ ৫-০ পয়েন্টে বরিশালকে হারিয়েছে।
তরুণী বিভাগে ঢাকা ৩০-০ পয়েন্টে বরিশালকে, চট্টগ্রাম ৩১-০ রাজশাহীকে এবং রংপুর ১৭-০ পয়েন্টে সিলেটকে পরাজিত করেছে।