ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এ তরুণদের হকিতে ফাইনালে উঠেছে ঢাকা বিভাগ, প্রতিপক্ষ রাজশাহী। বৃহস্পতিবার বিকেল ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দু’টি।
ঢাকার অধিনায়ক আসাদুজ্জামান চাঁদ বললেন,‘ঢাকা যেকোন প্রতিযোগিতায় শিরোপার জন্য খেলে। অবশ্যই মার্জিত ও দৃষ্টিনন্দন ভঙ্গিতে নিজেদের শৈলী প্রদর্শন করে শিরোপা জিততে চাই।’ রাজশাহীর অধিনায়ক রাহিদ হোসেন জীবন আত্মতুষ্টি নিয়ে বলেন, ‘রাজশাহী থেকে ঢাকা যখন আসতে পেরেছি, তখন শিরোপা নিয়েই বাড়ী যাবো। দলের সবাই সেটিই বিশ্বাস করেন।’
আগামীকাল বেলা ১টায় তরুণী বিভাগের ফাইনালে খেলবে চট্টগ্রাম-খুলনা বিভাগ।