ঢাকার গোল দাতা
ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর হকির তরুণী বিভাগে ঢাকা ও তরুণ বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে চট্টগ্রাম।
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তরুনীদের স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা ১-০ গোলে হারিয়েছে রাজশাহীকে । বিজয়ী দলের হয়ে ৪৪ মিনিটে একমাত্র জয়সুচক গোলটি করেন সুবর্ণা আক্তার।
তরুণদের ম্যাচে শুরুতে সামিউল ও শহীদুলের গোলে রংপুর ২-০ তে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে ২টি গোলই শোধ দেয় চট্টগ্রামের আবদুল্লাহ ও মিনহাজ। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলের সমতা। শুট আউটে আর পেরে উঠেনি রংপুরের তরুণরা। ২-০ গোলের জয়ে ব্রোঞ্জ জয়ের নিশ্চিত করে চট্টগ্রাম।