নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

কারাতের প্রথম চার স্বর্ণ পদকের তিনটিই চট্টগ্রামের

কারাতের প্রথম চার স্বর্ণ পদকের তিনটিই চট্টগ্রামের

কারাতের প্রথম চার স্বর্ণ পদকের তিনটিই চট্টগ্রামের

ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর কারাতে ডিসিপ্লিনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে  আজ  পদকের লড়াই  শুরু হয়েছে। এদিন সকালে তরুণ ও তরুণী বিভাগেএকক কাতা ও কুমি ইভেন্ট অনুষ্ঠিত হয়। কারাতের প্রথম চার স্বর্ণের তিনটিই জিতেছে চট্টগ্রাম বিভাগ।

তরুণ একক কাতায় স্বর্ণ পদক জিতেছেন চট্টগ্রাম বিভাগের সিং ক্য উ। রৌপ্য পদক পান একই বিভাগের মহরম আলি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকার শাহরিয়ার আহমেদ জারিফ ও তাসফিকুর রহমান। তরুণ বিভাগে অনূর্ধ্ব-৪৫ কেজি কুমিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের অমিত কান্তি দে। একই বিভাগের গোলাম মুসাফিকুজ্জামান শাকিল রৌপ্য পদক পেয়েছেন।ময়মনসিংহের মনিরুজ্জামান কৌশিক ও বরিশালের শেখ রুমেল ব্রোঞ্জ জিতেছেন।

তরুণী একক কাতায় চট্টগ্রামের রুইতম ম্রো স্বর্ণ পদক জিতেছেন। একই বিভাগের শৈনাই মারমা রৌপ্য পদক পান। বরিশাল বিভাগের শেখ মারিয়াজ ইসলাম তৃষা ও ঢাকার সারাফ আনজুম ব্রোঞ্জ জিতেছেন। তরুণী বিভাগে অনূর্ধ্ব-৪০ কেজি কুমিতে স্বর্ণ পদক পেয়েছেন ঢাকার জুয়াই রিয়া বিনতে রহমান। রাজশাহীর আবিদা সায়িদাতুল মুকাররাবুন রৌপ্য জিতেঝছন। চট্টগ্রামের নাফিজা আনজুম হক ও ঢাকার ইভা আক্তার ব্রোঞ্জ জিতেছেন।