নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

টেবিল টেনিস স্বর্ণ চট্টগ্রাম ও রাজশাহীর

টেবিল টেনিস স্বর্ণ চট্টগ্রাম ও রাজশাহীর

টেবিল টেনিস স্বর্ণ চট্টগ্রাম ও রাজশাহীর

ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’টেবিল টেনিসে তরুণী দলগত ইভেন্টের ফাইনালে চট্টগ্রাম(রেশমি তঞ্চঙ্গা, খই খই মারমা, ঐশী রহমান) বিভাগ সরাসরি ৩-০ সেটে খুলনাকে হারিয়ে স্বর্নপদক জিতেছে।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ বিভাগে স্বর্ণপদক জিতেছে রাজশাহী(নাফিস, জয়, সাগর)। ফাইনালে তারা ৩-১ সেটে চট্টগ্রামকে (আসিফ, প্রমিত, হাদি) হারায়। ব্রোঞ্জ জিতেছে খুলনা ও ঢাকা। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন।