ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ ফুটবল তরুণীদের ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ।
বুধবার বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রাজশাহী বিভাগ টাইব্রেকারে৩-২ গোলে হারায় ঢকা বিভাগকে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি।
দিনের অন্য সেমিফাইনালে রংপুর বিভাগ ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগকে। বিজয়ী দলের স্বপ্না একাই ৪টিগোল করেন। রিভানা দুটিও মৌরাশি একটি গোল করেন।চট্টগ্রামের মেনতি চাকমা দুটি গোল শোধ দেন।
৩ মার্চ রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে সোনার পদকের লড়াই হবে। একই দিন ব্রোঞ্জের লড়াইয়ে ঢাকা বিভাগ খেলবে চট্টগ্রামের বিভাগের বিপক্ষে।