ঢাকা, ১ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর কুস্তিতে প্রথম দিনে তিন স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। দুটি খুলনা বিভাগ ও একটি জিতেছে রংপুর বিভাগ। তরুণদের ৮০ কেজি ওজন শ্রেণীতে খুলনার নাইম খন্দকার স্বর্ণ, চট্টগ্রাম বিভাগের মুসা বিন আবদুল্লাহ রুপা এবং চট্টগ্রামের মাহমুদুর রহমান ও খুলনার সালমান খান ব্রোঞ্জ জিতে নেয়।
তরুণীদের ৬৫ কেজিতে খুলনা বিভাগের মোহনা খাতুন স্বর্ণ, রাজশাহী বিভাগের জেসি আক্তার রুপা ও খুলনার পিংকি বিশ্বাস ব্রোঞ্জ জিতেছেন।৫৩ কেজিতে রংপুর বিভাগের সুমাইয়া আক্তার স্বর্ণ, চট্টগ্রামের উমেহা মারমা রুপা এবং রংপুরের অপর্না সরকার ও খুলনার সিংহা ঘটক ব্রোঞ্জ জিতে নেয়।
পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান উপস্থিত ছিলেন।