ঢাকা, ২ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ জিমনাস্টিকস তরুণ পোমেল হর্স ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন চট্টগ্রামের তণুরায় ত্রিপুরা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ ইভেন্টে তণুরায়ের স্কোর ১০.৬৫। রুপা জেতা ঢাকা বিভাগের উ ওয়াইমং মারমার স্কোর ১০.৫৫। ৯.৬৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ঢাকা বিভাগের জীবন ত্রিপুরা।
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ জিমন্যাস্টিকস তরুণ বিভাগের পোমেল হর্স ব্যক্তিগত ইভেন্টে স্বর্ন জিতেছেন চট্টগ্রাম বিভাগের তণুরায় ত্রিপুরা (১০.৬৫)। রুপা জেতেন ঢাকা বিভাগের উওয়াইমং মারমা (১০.৫৫)। ব্রোঞ্জ জিতেছেন একই বিভাগের জীবন ত্রিপুরা (৯.৬৫)।
তরুণী ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ন জিতেছেন চট্টগ্রাম বিভাগের বনফুলি চাকমা (১২.৫০)। ঢাকা বিভাগের খিংখিং সাই মারমা (১১.৯৫) রুপা এবং একই বিভাগের খৈনাই মে মারমা (১১.৩৫) ব্রোঞ্জ জিতেছেন।
তরুন ভল্টিং টেবিলে স্বর্ন জয় করেন ঢাকার জীবন ত্রিপুরা (১৩.০০)। রুপা জিতেছেন চট্টগ্রাম বিভাগের তণুরায় ত্রিপুরা এবং ব্রোঞ্জ জেতেন চট্টগ্রামের তড়িৎ মোহন চাকমা। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের নিঝুম খিসা (১১.৯৬৭)। ঢাকার জীবন ত্রিপুরা রৌপ্য এবং রাজশাহী বিভাগের আরিফ ব্রোঞ্জ জেতেন।