নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

১৫০০ মিটারে সেরা আসলাম ও নুপুর

১৫০০ মিটারে সেরা আসলাম ও নুপুর

১৫০০ মিটারে সেরা আসলাম ও নুপুর

ঢাকা, ২ মার্চ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ অ্যাথলেটিকসে তরুণদের ১৫০০ মিটারে ময়মনসিংহ বিভাগের আসলাম শিকদার (৪ মিনিট ১৯.৮০ সেকেন্ড) স্বর্ণ, খুলনা বিভাগের সিয়াম হোসেন (৪ মিনিট ১৯.৯০ সেকেন্ড) রুপা ও ঢাকার শাহাদাত হোসেন (৪ মিনিট ২০.২০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।

তরুণীদের ১৫০০ মিটারে খুলনা বিভাগের নুপুর কর্মকার (৫ মিনিট ২০.৫০ সেকেন্ড) স্বর্ণ, রংপুর বিভাগের সুস্মিতা বর্মণ (৫ মিনিট ৩১.৫৪ সেকেন্ড) রুপা ও খুলনা বিভাগের শায়লা খানম (৫ মিনিট ৩৭.২০ সেকেন্ড) ব্রোঞ্জ জিতেছেন।

তরুণদের লং জাম্পে খুলনা বিভাগের মনিরুল মোল্লা (৬.৬২ মিটার) স্বর্ণ, খুলনা বিভাগের ইফতে হোসেন ইমু (৬.৬২ মিটার) রুপা এবং রংপুর বিভাগের আশরাফুল হক (৬.৬০ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।

তরুণীদের শটপুটে খুলনা বিভাগের জয়ীতা (১০.২৪ মিটার) স্বর্ণ, রংপুর বিভাগের মারিয়া শেখ জৈতা (১০.২০ মিটার) রুপা এবং চট্টগ্রাম বিভাগের তানজিনা আক্তার তামান্না (৯.৬৭ মিটার) ব্রোঞ্জ  জিতেছেন।