ঢাকা, ২ মার্চ
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ শ্যূটিং তরুণ বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে ৩০৩.৯ পয়েন্ট স্কোরে ঢাকার জিদান হোসেন স্বর্ণ, ২৯৪.৮ পয়েন্টে সিলেট সাদমান আজমাইন রাফিদ রুপা এবং ২৯২.৪ স্কোরে ব্রোঞ্জ জেতেন ঢাকার হৃদয় আহমেদ। তরুণী বিভাগে ৩১০.৯ স্কোরে ঢাকার জাফিরাহ খানম চৌধুরী স্বর্ণ, ৩০৪ স্কোরে একই বিভাগের ফাতেমা আক্তার মিনা রুপা ও ২৯৯ স্কোরে চট্টগ্রামের মাহদিয়া মাহনুর ব্রোঞ্জপদক জিতে নেন।