ঢাকা, ২ মার্চ:
দুই দিনের সফরে আজ ঢাকা এসেছেন ওয়ার্ল্ড এ্যাকোয়াটিকস এর সভাপতি ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক এ এইচ জেড হুসাইন আলমুসাললাম ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পরিচালক বিনোদ কুমার তিওয়ারি এবং
বৃহস্পতবার দুপুরে ব্যক্তিগত বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
এ সময় বিমান বন্দরে দুই অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকায় ব্যস্ত কর্মসুচিতে অংশগ্রহন শেষে আগামীকাল বিকেলে বাংলাদেশ ছেড়ে যাবেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এই দুই শীর্ষ কর্মকর্তা।