ঢাকা, ২ মার্চ:
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস কাবাডির তরুণ বিভাগে ঢাকা বিভাগ এবং তরুণী বিভাগে খুলনা বিভাগ স্বর্নপদক জিতেছে।
বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণ বিভাগের ফাইনালে ঢাকা ৩০-২৪ পয়েন্টে সিলেট বিভাগকে হারিয়েছে।এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম ও রাজশাহী। আর তরুণী বিভাগে খুলনা ২৬-১৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে স্বর্নপদক জিতেছে। ব্রোঞ্জ জিতেছে চট্টগ্রাম ও ময়মনসিংহ।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান।