ঢাকা, ২ মার্চ
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ টেবিল টেনিস তরুনী দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছে চট্টগ্রাম। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ মারমা-ঐশী রহমান জুটি ৩-০ গেমে খুলনার লক্ষী দে-আনিকা খাতুন জুটিকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়। এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে রংপুর ও রাজশাহী।
তরুণ বিভাগের দ্বৈতে স্বর্ণপদক জিতেছে চট্টগ্রাম বিভাগ। আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রামের হাসিবুর রহমান ও প্রমিত দে জুটি ৩-১ গেমে রাজশাহীর নাফিস ইকবাল ও জয় ইসলাম জুটিকে হারায়। রুপা গেছে রাজশাহীর ঘরে। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে খুলনা ও ঢাকা।