নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

চট্টগ্রামের শ্রেষ্ঠত্বে শেষ হলো কারাতে

চট্টগ্রামের শ্রেষ্ঠত্বে শেষ হলো কারাতে

চট্টগ্রামের শ্রেষ্ঠত্বে শেষ হলো কারাতে

ঢাকা, মার্চ ২

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এ  মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী  কারাতে প্রতিযোগিতা হয়েছে। আজ (বৃহস্পতিবার) শেষ দিন তরুণ ও তরুণী বিভাগের কুমিতে ৭টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রথম দিন একক কাতা ও কুমিতে মিলিয়ে ৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। মোট ১৬টি ইভেন্টের মধ্যে সর্বোচ্চ ৮টি স্বর্ণ পদক অর্জন করেছে চট্টগ্রাম বিভাগ। এ মাধ্যমে চট্টগ্রামের শ্রেষ্ঠত্বেই শেষ হলো যুব গেমসের কারাতে প্রতিযোগিতা।

প্রতিযোগিতার শেষ দিন প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

তরুণী বিভাগে অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে চট্টগ্রামের রুইতম ম্রো স্বর্ণ পদক পেয়েছেন। একই বিভাগের নাদিয়া সুলতানা রৌপ্য পদক পান। বরিশালের মিথিলা আহমেদ মৌ ও সিলেটের নুসরত জাহান শিকদার আনিকা ব্রোঞ্জ পদক পেয়েছেন।

তরুণ বিভাগে অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে স্বর্ণ পদক অর্জন করেছেন রাজশাহী বিভাগের মো. আসাদুল্লাহ হিল। একই বিভাগের মো. মাহিদুর ইসলাম দিপ রৌপ্য পদক পেয়েছেন। রংপুরের মো. সবুজ ও চট্টগ্রামের সুদর্শন বিকাম চাকমা ব্রোঞ্জ পদক পেয়েছেন।

অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে স্বর্ণ পদক অর্জন করেছেন চট্টগ্রাম বিভাগের নাহিদা আক্তার। একই বিভাগের অন্বেষা দে পেয়েছেন রৌপ্য পদক। বরিশালের লামিয়া ইসলাম মোমী ও ঢাকার ফারিহা রেজা ঐশি পেয়েছেন ব্রোঞ্জ।

তরুণ বিভাগে অনূর্ধ্ব-৭৫ কেজি কুমিতে ঢাকা বিভাগের সানাউল হক সাকিব স্বর্ণ পদক পেয়েছেন। চট্টগ্রামের এস এম জারিফ কবির রৌপ্য পদক পান। ঢাকার মো. ইয়াসিন রোমান ও সিলেটের সৌয্য রায় ব্রোঞ্জ পদক পেয়েছেন।

তরুণী বিভাগে অনূর্ধ্ব-৬৮ কেজি কুমিতে চট্টগ্রামের উমা চৌধুরী স্বর্ণ পদক অর্জন করেছেন। ঢাকা বিভাগের জান্নাতুল ফারহাম উতস পান রৌপ্য পদক। চট্টগ্রামের সামুদা মজুমদার দৃষ্টি ও বরিশালের জারিন তাসনিয়া ইয়ানথা ব্রোঞ্জ পদক পেয়েছেন।

তরুণ বিভাগে +৭৫ কেজি কুমিতে ঢাকা বিভাগের নাজিব বিন তৌফিক স্বর্ণ, বরিশালের সৈয়দ রায়হান রৌপ্য এবং ঢাকার মো. ইয়াসিন ইসলাম মাহাদী ও চট্টগ্রামের মো. মুনতাসিরুল ইসলাম ইমন ব্রোঞ্জ পদক পেয়েছেন।

তরুণী বিভাগে +৬৮ কেজি কুমিতে ঢাকা বিভাগের মোছা. সুমাইয়া আক্তার রিতু স্বর্ণ, রাজশাহী বিভাগের আতকিয়া নুসরত রৌপ্য এবং বরিশালের মুশরিয়াহ ইরতেসার ও রংপুরের তাসিম আক্তার সুরমা ব্রোঞ্জ জিতেছেন।