বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওিএ) আয়োজিত আরচ্যারীতে তরুণ-তরুণী বিভাগে ব্যাক্তিগত রিকার্ভ ইভেন্টে রিয়াদ আহমেদ এবং ফারজানা আখতার জ্যোতি পদক জয়।
তরুণ ব্যাক্তিগত রিকার্ভ ইভেন্ট: রাজশাহী বিভাগের আরচ্যার রিয়াদ আহমেদ ৬(১০)-৫(৯) ব্যবধানে টাইব্রেকার এ চট্টগ্রাম বিভাগের আব্দুল্লাহ মোহাম্মদ রাফিকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতে নেয় করে।
রাজশাহী বিভাগের দুই আরচ্যার আব্দুর রহমান আলিফ এবং সাগর ইসলাম শুক্রবার দুপুরে পুরুষ ব্যাক্তিগত রিকার্ভ ইভেন্টের ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে।
তরুণী ব্যাক্তিগত রিকার্ভ এককে খুলনা বিভাগের ফারজানা আখতার জ্যোতি ঢাকা বিভাগের সুমাইয়া আখতারকে ৬-৪ ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করে। এই ইভেন্টের ফাইনালে শুক্রবার মুখুমুখি হবে খুলনা বিভাগের জ্যোতি রানী এবং ময়মনসিংহ বিভাগের উর্মি খাতুন।
তরুণ দলগত রিকার্ভ ইভেন্ট:
খুলনা বিভাগ (আহনাব শাকিব, আল আমিন এবং নাহিদ বিশ্বাস) ৬-০ স্কোর ব্যবধানে চট্টগ্রাম বিভাগকে ( আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি, হরিবচ্চন চাকমা এবং মোহাম্মদ রাফি) পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে। এই ইভেন্টের ফাইনালে শুক্রবার মুখুমুখি হবে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ দল।
তরুণী দলগত রিকার্ভ ইভেন্ট:
রংপুর বিভাগ(খুরশিদা জাহান খুশি, মেঘলা রানী এবং শিলা আক্তার) ৫-১ স্কোর ব্যবধানে চট্টগ্রাম বিভাগকে (নন্দিতা চাকমা, ইউ মাই চিং মারমা এবং ঊর্নি শা মারমা পুষ্প) পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতে নেয়। এই ইভেন্টের ফাইনালে শুক্রবার মুখুমুখি হবে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ দল।
মিশ্র দলগত রিকার্ভ ইভেন্ট:
খুলনা বিভাগের ফাহমিদা সুলতানা নিশা এবং নিলয় মোল্লা জুটি ৬-০ স্কোর ব্যবধানে রংপুর বিভাগের খুরশিদা জাহান খুশি এবং হিমেল সারওয়ার জুটিকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতে নেয়।
এই ইভেন্টের ফাইনালে শুক্রবার মুখুমুখি হবে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ দল ।