নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

বাস্কেটবলে খুলনা ও রংপুরের স্বর্ন  পদক

বাস্কেটবলে খুলনা ও রংপুরের স্বর্ন  পদক

বাস্কেটবলে খুলনা ও রংপুরের স্বর্ন  পদক

ঢাকা, ৩ মার্চ: 

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস বাস্কেটবলে তরুণ বিভাগে খুলনা ও তরুণী  বিভাগে স্বর্ন জিতেছে রংপুর বিভাগ। আর্মি স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে  আজ অনুষ্ঠিত তরুণী বিভাগের ফাইনালে খুলনা বিভাগকে ৫০-২৯ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছে রংপুরের মেয়েরা। 
তরুণ বিভাগে খুলনা ও চট্টগ্রাম বিভাগের ফাইনাল ম্যাচটি হয়েছে রোমাঞ্চকর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম বিভাগকে ৪০-৩৯ পয়েন্টে হারিয়ে সোনালী হাসি হেসেছে খুলনার তরুণরা। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক এ কে সরকার। বাস্কেটবলে তরুণী বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম বিভাগ আর তরুণ বিভাগে তৃতীয় হয়েছে রাজশাহী বিভাগ।