ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩' আরচ্যারী তরুণ রিকার্ভ একক ইভেন্টে রাজশাহী বিভাগের সাগর ইসলাম ৬-৪ ব্যবধানে একই বিভাগের আব্দুর রহমান আলিফকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন। বালিকা রিকার্ভ একক ইভেন্টে খুলনা বিভাগের জ্যোতি রানী ৭-১ ব্যবধানে রাজশাহী বিভাগের উর্মি খাতুনকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন। তরুণ রিকার্ভ দলগত ইভেন্টে রাজশাহী বিভাগ (আব্দুর রহমান আলিফ, রিয়াদ আহমেদ, সাগর ইসলাম) ৬-০ ব্যবধানে ঢাকা বিভাগকে (মাহমুদুল আলম রাফি, মোস্তাকিন অমি,নিলয় মোল্লা) পরাজিত করে স্বর্ণ পদক জিতেছে।
শুক্রবার টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে তরুণী রিকার্ভ দলগত ইভেন্টে খুলনা বিভাগ (জ্যোতি রানী, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আখতার জ্যোতি) ৫-১ ব্যবধানে ঢাকা বিভাগকে (সুমাইয়া সুলতানা বীথি, ফাহমিদা সুলতানা নিশা, সুমাইয়া আক্তার) পরাজিত করে স্বর্ণ পদক লাভ করে।
মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে চট্টগ্রাম (ইউ মাই চিং মারমা, আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি) ৬-২ ব্যবধানে ঢাকা বিভাগকে (ফাহমিদা সুলতানা নিশা, নিলয় মোল্লা) পরাজিত করে স্বর্ণ পদক লাভ করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর ষ্টিয়ারিং কমিটির কো-চেয়ারম্যান,বাংলাদেশ অলিম্পিক এসোশিয়েশনের সহ সভাপতি বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো:মইনুল ইসুলাম(অব:)। এ সময় ফেডারেশনের সহ সভাপতি ফয়সাল আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।