নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

কুস্তি তরুণ ও তরুণী দুই বিভাগে সেরা খুলনা

কুস্তি তরুণ ও তরুণী দুই বিভাগে সেরা খুলনা

কুস্তি তরুণ ও তরুণী দুই বিভাগে সেরা খুলনা

ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ কুস্তির তরুণ ও তরুণী বিভাগে সেরা হয়েছে খুলনা। 

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেষ হওয়া তরুণদের কুস্তিতে ৩ স্বর্ণ, ২ রুপা ও ৬ ব্রোঞ্জসহ ১১ পদক জিতেছেন খুলনার কুস্তিগীররা। রংপুর বিভাগ ৩ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ নিয়ে প্রথম রানার্সআাপ, রাজশাহী ২ স্বর্ণ, ২ রুপা ও ১ ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার্সআপ হয়। এছাড়া চট্টগ্রাম ১ রুপা ও ৩ ব্রোঞ্জ, ঢাকা ২ রুপা ও ২ ব্রোঞ্জ এবং ময়মনসিংহ ১ রুপা ও ২ ব্রোঞ্জ জিতেছে।
তরুণীদের কুস্তিতে খুলনা ৩ স্বর্ণ, ৪ রুপা ও ৫ ব্রোঞ্জ জিতে সেরা হয়। ২ স্বর্ণ, ১ রুপা ২ ব্রোঞ্জ জিতে রাজশাহী প্রথম রানার্সআপ, রংপুর ২ স্বর্ণ ও ৫ ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার্সআপ হয়েছে। চট্টগ্রাম ১ স্বর্ণ, ৩ রুপা ও ২টি ব্রোঞ্জ এবং ঢাকা ১ ব্রোঞ্জ জিতেছে।