ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর শুটিং ডিসিপ্লিন সমাপ্ত হয়েছে। ৬ ইভেন্টের মধ্যে পাঁচ স্বর্ণ পদক জিতেছে ঢাকা বিভাগ, একটি স্বর্ণ জিতেছে রংপুর বিভাগ। ৬ ইভেন্টের ১৮ পদকের মধ্যে ঢাকা বিভাগ পেয়েছে ১০টি।
শুক্রবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে শেষ দিনে একটি ইভেন্ট ছিল।
এয়ার রাইফেল তরুণী ওপেন সাইট ইভেন্টে ঢাকা বিভাগের আছিয়া আক্তার ২৪৪ স্কোর গড়ে স্বর্ণ, ২৪২ স্কোর করে ঢাকা বিভাগের রুবাইয়াত তাবাছ্ছুম রৌপ্য ও বরিশাল বিভাগের শারমিন আক্তার ২৩৭ স্কোর করে ব্রোঞ্জ জেতেন।
শুটিংয়ে পদক তালিকা
বিভাগ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
ঢাকা ৫ ৩ ২ ১০
রংপুর ১ ০ ০ ১
বরিশাল ০ ১ ১ ২
রাজশাহী ০ ১ ১ ২
সিলেট ০ ১ ০ ১
চট্টগ্রাম ০ ০ ২ ২