নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

রাগবিতে ঢাকা ও রংপুরের স্বর্ণ

রাগবিতে ঢাকা ও রংপুরের স্বর্ণ

রংপুর

রাগবিতে ঢাকা ও রংপুরের স্বর্ণ

ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ রাগবির তরুণ বিভাগে রংপুর ও তরুণী বিভাগে স্বর্ণ জিতেছে ঢাকা। 

আজ পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণ বিভাগের ফাইনালে রংপুর ১২-৭ পয়েন্টে খুলনাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। হেরে রৌপ্য জেতে খুলনা। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতে চট্টগ্রাম। 

অন্যদিকে তরুণী বিভাগের ফাইনালে ঢাকা ১০-৫ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। চট্টগ্রাম রৌপ্য জেতে। ব্রোঞ্জ জিতে নেয় রংপুর। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব গেমস স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।