ঢাকা,৩ মার্চ,২০২৩
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর জিমন্যাস্টিকসে পদকের লড়াইয়ে তরুণ-তরুণী দুই বিভাগ মিলিয়ে সেরা হয়েছে চট্টগ্রাম।
জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এই ডিসিপ্লিনে ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক জিতেছে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় এবং খুলনা ১টি ব্রোঞ্জ নিয়ে হয়েছে চতুর্থ।
তরুণ বিভাগের দলগত অবস্থানের তালিকায় সেরা চট্টগ্রাম এবং তরুণী বিভাগে সেরা হয়েছে ঢাকা বিভাগ।
আজ শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। এ সময় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু উপস্থিত ছিলেন।
তরুণদের ব্যক্তিগত ইভেন্ট প্যারালাল বারসে ঢাকা বিভাগের জীবন ত্রিপুরা ১১.১০ স্কোর করে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে রৌপ্য এবং ব্রোঞ্জ পদকও জিতেছে চট্টগ্রামের দুই তরুণ নিঝুম খীসা এবং তনুরায় ত্রিপুরা।
আর তরুণী ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের বনফুলি চাকমা। তিনি স্কোর করেন ১১.৮৫। রৌপ্য এবং ব্রোঞ্জ জেতেন যথাক্রমে ঢাকা বিভাগের মেমে সিং মারমা ও কৈনাই মে মারমা।
যুব গেমস জিমন্যাস্টিকসে তরুণ বিভাগে ৪৪.৭৬৭ স্কোর করে ব্যক্তিগত তালিকায় সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের তনুরায় ত্রিপুরা। তিনি ব্যক্তিগত ইভেন্টে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জেতেন।
তরুণী বিভাগে ৩৪.৬০ স্কোর করে ব্যক্তিগত তালিকায় সেরা হয়েছেন বনফুলি চাকমা। তিনি ব্যক্তিগত ইভেন্টে দুটি স্বর্ণ পদক জিতেন।