৪০০ মিটারে ফয়সাল ও পপি সেরা
ঢাকা,৩ মার্চ,২০২৩
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তরুণদের ৪০০ মিটারে রংপুর বিভাগের ফয়সাল আহমেদ (৫০.২০ সেকেন্ড) স্বর্ণ, ময়মনসিংহ বিভাগের হাফিজুর রহমান (৫০.২৭) রৌপ্য এবং খুলনা বিভাগের বোরহান উদ্দিন (৫১.০২) ব্রোঞ্জ জিতেছেন।
এই ইভেন্টের তরুণী বিভাগে রাজশাহী বিভাগের উম্মে সুলতানা পপি (৫৯.২০) স্বর্ণ, খুলনা বিভাগের আজমি (৫৯.৫১) রৌপ্য এবং খুলনা বিভাগের মিম আক্তার (১ মিনিট ১.০২ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।