নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

তরুণ হ্যান্ডবলে ঢাকা বিভাগের স্বর্ণ

তরুণ হ্যান্ডবলে ঢাকা বিভাগের স্বর্ণ

তরুণ হ্যান্ডবলে ঢাকা বিভাগের স্বর্ণ

ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণদের হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে ঢাকা বিভাগ। ফাইনালে খুলনা বিভাগকে হারিয়েছে তারা ।এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

শুক্রবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৩২-১৮ গোলে হারায় ঢাকা।
 
খেলা শেষে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক-এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম নূরুল ফজল বুলবুল। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, হ্যান্ডবল ইভেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি গোলাম হাবিব, তরুণ বিভাগের সম্পাদক ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মো. সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।