ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)
‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণদের ফুটবলে শিরোপা ধরে রেখেছে রাজশাহী বিভাগ। স্বর্ণ পদকের লড়াইয়ে রাজশাহী টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে রংপুর বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।
শুক্রবার পল্টন আউটার স্টেডিয়ামে নির্ধারিত সময়ে উভয় দল সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৫ শটে দুইদলই শতভাগ লক্ষ্যভেদ করেছে। শেষ পর্যন্ত সপ্তম শটে এসে ম্যাচের ফল নিষ্পত্তি হয়। রাজশাহী বিভাগের আবু বক্কর, স্বপন, মিম, মনি, সাগর, রিয়াদ ও সোহান গোল করেছেন।
রংপুর বিভাগের আতিকুল, আলমগীর, শাহরিয়ার, সিয়াম, রবি ও মোতাম্মিল গোল পেলেও আহসান হাবিব ব্যর্থ হয়েছেন। রাজশাহীর গোলরক্ষক নাহিদুল ইসলাম প্রতিপক্ষ আহসান হাবিবের সপ্তম শট পা দিয়ে রুখে দিয়ে রংপুরকে শিরোপা এনে দেন।
কোচ, মামুন আল ইসলাম জেড(রাজশাহী বিভাগ)
বরিশাল ও সিলেটকে হারিয়ে ফাইনাল খেলেছি। ফাইনাল জিতে অনেক ভালো লাগছে। ছেলেরা অনেক কষ্ট করেছে। তার ফল পেয়েছে। আমাদের লক্ষ্য ছিল গেমসের সোনা জিতবো। তা জিততে পেরে খুশি।
কোচ,শামীম খান মিসকিন(রংপুর বিভাগ)
আসলে এমন মাঠে ফাইনাল জেতা কঠিন। তারপরেও ছেলেরা চেষ্টা করেছে শিরোপা জেতার। ভাগ্য পরীক্ষাতে হারতে হয়েছে। ফাইনাল হেরে সবার মনটা খারাপ।
ফাইনাল ম্যাচ শেষে বাফুফে সহ-সভাপতি ও বিওএ সদস্য মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে সদস্য আমের খান ও মহিদুর রহমান মিরাজ বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।