ঢাকা,৩ মার্চ,২০২৩
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে টেবিল টেনিস তরুণ এককে স্বর্ণ পদক জিতেছে রাজশাহী বিভাগের নাফিস ইকবাল ও তরুণী বিভাগের স্বর্ণ পদক জয় করেছে চট্টগ্রামের খই খই মারমা।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে রাজশাহীর নাফিস ইকবাল ৩-২ গেমে চট্টগ্রামের হাসিবুর রহমানকে হারিয়ে স্বর্ণ জয় করেন। রৌপ্য হাসিবের। ব্রোঞ্জ জিতেছে খুলনার সামি ও চট্টগ্রামের প্রমিত।
তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রামের খই খই মারমা ৩-১ গেমে একই বিভাগের রেশমি তঞ্চঙ্গাকে হারিয়ে স্বর্ণ জিতেন। রৌপ্য জিতেছেন রেশমি তঞ্চঙ্গা। ব্রোঞ্জ পেয়েছেন খুলনার আনিকা বসু ও রংপুরের নুসরাত জান্নাত।