নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

তরুণীদের ফুটবলে স্বর্ন জিতেছে রংপুর

তরুণীদের ফুটবলে স্বর্ন জিতেছে রংপুর

তরুণীদের ফুটবলে স্বর্ন জিতেছে রংপুর

ঢাকা, ৩ মার্চ (শুক্রবার)

‘শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩’ তরুণীদের ফুটবলে রাজশাহী বিভাগকে ৬-২ গোলে  হারিয়ে স্বর্ণ পদক জিতেছে রংপুর বিভাগ। 

শুক্রবার বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই ২টি গোল করে। প্রথমার্ধে রংপুরের হয়ে ৩ মিনিটে রুপা ও ৩৫ মিনিটে কল্পনা আকতার এবং রাজশাহীর পক্ষে ২৬ মিনিটে ফাল্গুনি ও ৩০ মিনিটে মেহনাজ গোল করেন।

বিরতির পর রাজশাহীকে চেপে ধরে আরো ৪ গোল আদায় করে রংপুরের  বিভাগের মেয়েরা। রংপুরের হয়ে ৫৬ মিনিটে শান্তি, ৭৭ মিনিটে রিভানা এবং ৭১ ও ৮৮ মিনিটে স্বপ্না রায় গোল করেন। 

স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিভাগকে ৫-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম বিভাগ।

খেলা শেষে ‘শেখ কামাল ২য়য় যুব গেমস-২০২৩’ এর তরুণী ফুটবল প্রতিযোগিতার অর্গানাইজিং উপ-কমিটির আহ্বায়ক মাফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।