নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

দাবায় নীড় ও আলোর স্বর্ণ জয়

দাবায় নীড় ও আলোর স্বর্ণ জয়

দাবায় নীড় ও আলোর স্বর্ণ জয়

শেখ কামাল ২য় বাংলাদেশ ইয়ুথ গেমস-২০২৩, ব্লিড্জ দাবা তরুণ ও তরুণী। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর ব্লিড্জ দাবা ইভেন্টের তরুণ বিভাগে তরুণী বিভাগে ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় স্বর্ন পদক লাভের গৌরব অর্জন করেছেন এবং তরুণী বিভাগে চট্টগ্রাম বিভাগের নুশরাত জাহান আলো স্বর্ন পদক লাভ করার গৌরব অর্জন করেছেন। ক্যান্ডিডেট মাস্টার নীড় ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে স্বর্ন পদক লাভ করেন। তরুণ বিভাগে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য পদক এবং চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন।

 

তরুণী বিভাগে আলো ৭ খেলায় পূর্ন ৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়ে স্বর্ন পদক পান। পাঁচ পয়েন্ট করে নিয়ে তরুণী বিভাগে চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রৌপ্য ও রাজশাহী বিভাগে মাইশা মাহজাবিন তিশা ব্রোঞ্জ পদক লাভ করেন। তরুণ ও তরুণী বিভাগের ব্লিড্জ দাবা আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। তরুন বিভাগের ব্লিড্জ দাবায় ৮ টি বিভাগের প্রতি বিভাগ হতে ২ জন করে ১৬ জন এবং তরুণী বিভাগের ব্লিড্জ দাবায় ৮ টি বিভাগের প্রতি বিভাগ হতে ২ জন করে ১৬ জন অংশগ্রহণ করেন। উভয় বিভাগের বিভাগের ব্লিড্জ দাবা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।      

র‌্যাপিড ও ব্লিডজ দাবা শেষে পদক তালিকা

বিভাগ                    স্বর্ন রৌপ্য   ব্রোঞ্জ
চট্টগ্রাম বিভাগ           ২     ২       ১
ঢাকা বিভাগ              ২      ১       ১
রাজশাহী বিভাগ        ০       ১       ২