নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

হকি: তরুণী বিভাগের সেমিফাইনালের লাইনাপ চূড়ান্ত

হকি: তরুণী বিভাগের সেমিফাইনালের লাইনাপ চূড়ান্ত

হকি: তরুণী বিভাগের সেমিফাইনালের লাইনাপ চূড়ান্ত

তরুণী বিভাগের সেমিফাইনালের লাইনাপ চূড়ান্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম সেমিতে চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে। বেলা ১১টায় ঢাকা খেলবে খুলনার বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি সোমবার তরুণ বিভাগের ৪ ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে রাজশাহী ও ময়মনসিংহের মধ্যেকার ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়। শ্রীমতি রাধাবলি রাজশাহীর হয়ে গোল করেন; ইয়াসমিন ইসা ময়মনসিংহকে সমতায় ফেরান। শুটআউটে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় রাজশাহী।

খুলনা ও রংপুর বিভাগের মধ্যেকার আরেক ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হয়। রংপুরের অর্পিতা পাল তিন গোল করেন; আরেক গোল জাকিয়া আফরোজ লিমার। খুলনার নাদিরা ও ইভা খাতুন দুটি করে গোল করেন। শুটআউটে ৫-৪ গোলে ম্যাচ জিতে নিয়েছে খুলনা বিভাগ।

তৃতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৮-০ গোলে বরিশাল বিভাগকে হারিয়েছে। নীলাদ্রী বড়ুয়া নীল ৪ গোল ও মিনিছেন রাখাইন ২ গোল করেন। একটি করে গোল এসেছে ফারজানা আক্তার ও আশামনির স্টিক থেকে।

চতুর্থ ম্যাচে ঢাকা বিভাগ ৮-১ গোলে সিলেট বিভাগকে হারিয়েছে। ঢাকার হয়ে রেশমা ও সানজিদা আক্তার মনি দুটি করে এবং  বৃষ্টি, সুবর্ণা, সারিয়া, প্রিত্তুসেন একটি করে গোল করেন। সিলেটের গোলদাতা জিনিয়া আক্তার।