,
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘গত এসএ গেমসে আমরা বক্সিংয়ে রুপা পেয়েছিলাম। আশা করি আগামীতে খেলাটি আমাদেরকে স্বর্ণপদক উপহার দেবে’— মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে বক্সিং ডিসিপ্লিন উদ্বোধনকালে এমন প্রত্যাশার কথা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
তিনি আরও বলেন, ‘ক্রীড়াবিদদের উন্নয়নে আমরা নানামুখি সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকেও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ বের হয়ে আসছে।’
এ অনুষ্ঠানে বক্সিং ফেডারেশনের সহসভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।
এবারের আসরে তরুণ বক্সিংয়ে ৬টি ওজন শ্রেণীতে বিভিন্ন বিভাগের ৩২ এবং তরুণী বিভাগে ৩৬ জন বক্সার অংশ নিচ্ছেন। প্রথম দিন প্রিলিমিনারি বাউটের খেলাগুলো অনুষ্ঠিত হয়। তরুণ বিভাগের খেলায় খুলনা বিভাগের মো. রাহীম হারিয়েছেন রংপুর বিভাগের মো. মিরাজকে। খুলনার রাম বাবু হারিয়ে দেন চট্টগ্রামের জয়নুল আবেদিন আসিফকে।