নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

যুব গেমসের জুডোতে প্রথম স্বর্ণ ঢাকা বিভাগের আলিফের

যুব গেমসের জুডোতে প্রথম স্বর্ণ ঢাকা বিভাগের আলিফের

যুব গেমসের জুডোতে প্রথম স্বর্ণ ঢাকা বিভাগের আলিফের

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের জুডো প্রতিযোগিতার প্রথম স্বর্ণ পদক অর্জন করেছে ঢাকা বিভাগের আলিফ ইফতি বাঁধন। তরুণ বিভাগে -৭৩ কেজি ওজন শ্রেণিতে এই স্বর্ণ পদক পান আলিফ। খুলনা বিভাগের তানভীর হোসেন রৌপ্য ও মাহফুজ হোসেন এবং ঢাকা বিভাগের সাকিব চৌধুরী সোয়াদ ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

আজ সোমবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র জুডো প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.বি সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও অতিরিক্ত ডিআইজি (বাংলাদেশ পুলিশ) সৈয়দা জান্নাত আরা। 

এছাড়া উপস্থিত ছিলেন জুডো ফেডারেশনের সহ-সভাপতি ফারুক আহমেদ বিপিএম, যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী, সৈয়দ আলী আনোয়ার, কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার, সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়া, আকরাম হাসান, সাইফুল ইসলাম কালু, নুর মোহাম্মদ রকি, মুনিয়া হোসেন, ফারজানা হক, মাকসুদ উল হক ভূঁঞা, মাহবুবা বেগম, মো. আবু বকর ছিদ্দিক, মিল্টন মজুমদারসহ অন্যরা।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সাত বিভাগের প্রতিযোগীরা। তরুণ ও তরুণী-এই দুই বিভাগে মোট ১৬৮ খেলোয়াড় প্রতিযোগিতার ১৪টি ওজন শ্রেণিতে অংশ নিচ্ছেন। আজ প্রতিযোগিতার ৭টি ওজন শ্রেণির খেলা সম্পন্ন হবে।