নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

ভারোত্তোলনে সুমনা, জুলেখা ও মারুফের স্বর্ণ জয়

ভারোত্তোলনে সুমনা, জুলেখা ও মারুফের স্বর্ণ জয়

ভারোত্তোলনে সুমনা, জুলেখা ও মারুফের স্বর্ণ জয়


শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে ভারোত্তোলন ইভেন্টে সোমবার তিন স্বর্ণের নিস্পত্তি হয়েছে। তরুণী বিভাগের ৪৫ কেজি ওজন শ্রেণীতে রংপুর বিভাগের সুমনা রায় স্বর্ণ জিতেছেন। 

৪৯ কেজি ওজন শ্রেণীতে ঢাকা বিভাগের মোসাম্মদ জুলেখা স্বর্ণ পেয়েছেন। তরুণ বিভাগের ৫৫ কেজি ওজন শ্রেণীতে সেরা হয়েছেন খুলনা বিভাগের মারুফ হোসেন। 

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের উশু শেডে তরুণী বিভাগে ৪৫ কেজি ওজন শ্রেণীতে সোনালী হাসি হেসেছেন রংপুর বিভাগের সুমনা রায়। প্রথম হওয়া এ অ্যাথলেট স্ন্যাচে ৫২ এবং ক্লিন এন্ড জার্কে ৬৩ কেজি ওজন তোলেন। সবমিলিয়ে মোট ১১৫ কেজি ভার উত্তোলন করে সেরা হন তিনি। 

রৌপ্য জয়ী ঢাকা বিভাগের বৃষ্টি স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে (৫১+৫৮) ১০৯ কেজি ভার তুলেছেন। ৮৩ কেজি উত্তোলন করে খুলনা বিভাগের সুমাইয়া খাতুন পেয়েছেন ব্রোঞ্জ। 

তরুণী ৪৯ কেজি ওজন শ্রেণীতে সেরা হওয়া জুলেখা স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে (৫০+৬১) ১১১ কেজি ভার তোলেন। রৌপ্য জেতা রংপুর বিভাগের সীমা রায় ১০৬ কেজি ভার উত্তোলন করেন।

তরুণ বিভাগে প্রথম হওয়া খুলনার মারুফ স্ন্যাচ ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে (৭৯+৯৪) মোট ১৭৩ কেজি উত্তোলন করেন। এই বিভাগে রৌপ্য জিতেছেন ঢাকা বিভাগের মো: নাজমুল হাসান পিয়াস। সব মিলিয়ে তিনি ১৬৯ কেজি ভার তোলেন। ব্রোঞ্জ জেতা রংপুর বিভাগের শিপন রায় ১৬৫ কেজি ভার উত্তোলন করেন।