ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর কাবাডি ডিসিপ্লিনের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ)মহাসচিব শাহেদ রেজা।
সোমবার কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এর উপস্থিতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ সিরিমনিজ উপ কমিটির সদস্য সচিব এম বি সাইফ।
সকাল থেকেই তরুণ ও তরুণী বিভাগের খেলা চলমান রয়েছে।