নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

সাইক্লিংয়ে খুলনা ও চট্টগ্রামের চারটি করে স্বর্ণ

সাইক্লিংয়ে খুলনা ও চট্টগ্রামের চারটি করে স্বর্ণ

সাইক্লিংয়ে খুলনা ও চট্টগ্রামের চারটি করে স্বর্ণ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ সাইক্লিংয়েআট স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। খুলনা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা যথাক্রমে চারটি করে স্বর্ণ জিতেছে করেছে।


তরুণদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে খুলনার আল মামুন ১ মিনিট ২৮.৬৬ সেকেন্ডে সময় নিয়ে স্বর্ণজয় করেন। চট্টগ্রামের আলিমুল ইসলাম ১ মিনিট ৩২.২৮ সেকেন্ডে রৌপ্য ও খুলনার আব্দুর রহমান শাকিল ১ মিনিট ৩৮.২২ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জেতেন।


তরুণীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালেচট্টগ্রামের রাহেলা খাতুন ৪৮.২৫ সেকেন্ডে স্বর্ণ, ঢাকার জুই আক্তার ৫২.৯৬ সেকেন্ডে রুপা ও খুলনার শিমু আক্তার ৫৭.৪৯ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।

তরুণদের এলিমিনেশন রেসে খুলনার আল মামুন, রংপুরের মাশরাফি হোসেন মারুফ ও খুলনার পিয়াস যথাক্রমে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জেতেন। তরুণীদের এলিমিনেশন রেসে খুলনার নাসরিন সুলতানা, চট্টগ্রামের সোনিয়া ও নুপাইচিং যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জেতেন। 

তরুণদের ২০০০ মিটার স্ক্র্যাচ রেসে চট্টগ্রামের মো. রাশেদ আলী,খুলনার হাবিব ও রংপুর মাশরাফি হোসেন মারুফ যথাক্রমে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন। তরুণীদের ১০০০ মিটার স্ক্র্যাচ রেসে চট্টগ্রামের স্নিগ্ধা আক্তার,খুলনার নাসরিন সুলতানা ও চট্টগ্রামের রাহেলা যথাক্রমে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন।

তরুণদের ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে খুলনা ৩ মিনিট ২৬.৮৩ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতে। রংপুর ৩ মিনিট ২৯.৭০ সেকেন্ড  রুপা জেতে। ৩ মিনিট ৩৮.৫০ সেকেন্ড ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।তরুণীদের ১০০০ মিটার টিম ট্রায়ালে চট্টগ্রাম বিভাগ ২ মিনিট ১২.৫ সেকেন্ড স্বর্ণ জিতেছে। খুলনা বিভাগ ২ মিনিট ২২.৩ সেকেন্ড টাইমিংয়ে রুপা জিতেছে। ঢাকা বিভাগ ২ মিনিট ৩৯.২ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেছে।