ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ ভলিবলের তরুণ-তরুণী দুই বিভাগে জয় পেয়েছে খুলনা ও চট্টগ্রাম।
পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে তরুণ বিভাগে খুলনা বিভাগ ২-০ সেটে বরিশাল বিভাগকে হারায়।চট্টগ্রাম বিভাগ ২-০ সেটে ময়মনসিংহ বিভাগকে এবং রাজশাহী বিভাগ ২-০ সেটে রংপুর বিভাগকে হারিয়েছে।
তরুণী বিভাগেও জিতেছে খুলনা। ২-০ সেটে ময়মনসিংহ বিভাগকে হারিয়েছে খুলনা বিভাগের মেয়েরা। চট্টগ্রাম বিভাগ ২-০ সেটে বরিশাল বিভাগকে এবং রংপুর বিভাগ ২-০ সেটে রাজশাহী বিভাগের বিপক্ষে জিতেছে।