নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

তায়কোয়ানডোতে পাঁচ ইভেন্ট শেষ

তায়কোয়ানডোতে পাঁচ ইভেন্ট শেষ

তায়কোয়ানডোতে পাঁচ ইভেন্ট শেষ


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর তায়কোয়ানডোতে পাঁচটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তরুনদের ৪৫ কেজিতে চট্টগ্রামের খালিদ বিন আজিজ স্বর্ণ, খুলনার গোলাম রসূর রুপা এবং চট্টগ্রামের ওয়াফিউল হাসান ও রাজশাহীর গোলাম কিবরিয়া ব্রোঞ্জ জিতেছেন।

৪৮ কেজিতে চট্টগ্রামের মাহমুদুন নবী স্বর্ন, ঢাকার মো. জিহাদ রুপা এবং ঢাকার মোস্তাফিজ রহমান ও হাসান মাহমুদ ব্রোঞ্জ জেতেন। ৫১ কেজিতে চট্টগ্রামের মেহেদী হাসান স্বর্ণ, একই বিভাগের আবদুর রহমান রুপা এবং খুলনার হৃদয় আহমেদ ও ঢাকার শাফাকাত ইসলাম ব্রোঞ্জ জিতে নেন।৫৫ কেজিতে চট্টগ্রামের তাহিব হোসেন স্বর্ণ, ঢাকার শুভ মিয়া রুপা এবং ঢাকার ইমাম উদ্দিন ও রংপুরের রিজান হোসেন ব্রোঞ্জপদক জিতেছেন। প্লাস ৫৯ কেজিতে ঢাকার রাইয়ান আলম স্বর্ণ, রংপুরের সজীব মিয়া রুপা এবং চট্টগ্রামের মারজুক রহমান ও ময়মনসিংহের তাওসিফ ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।

খেলা শেষে পুরস্কার-বিতরন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’ মিডিয়া কমিটির সদস্য সচিব সিরাজুদ্দিন মো. আলমগীর ও ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।