নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

জুডো ৮ ইভেন্টের পদক নিষ্পত্তি

জুডো ৮ ইভেন্টের পদক নিষ্পত্তি

জুডো ৮ ইভেন্টের পদক নিষ্পত্তি


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ জুডো ৮ ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়েছে। ত -৬০ কেজিতে রংপুর বিভাগের মনোয়ার হোসেন স্বর্ণ, রাজশাহীর ইশতিয়াক আহমেদ রৌপ্য এবং ঢাকার আব্দুল আলী খান সাব্বির ও চট্টগ্রামের মো. আয়নুল হক তাম্র জিতেছেন। তরুণ বিভাগে -৬৬ কেজিতে খুলনার শাহিন আহমেদ স্বর্ণ, খুলনার সাব্বির হোসেন রৌপ্য এবং রংপুরের সুদীপ্ত রায় মম ও রাজশাহীর পলাশ তাম্র জিতেছেন। -৭৩ কেজিতে স্বর্ণ জিতেছেন ঢাকার আলিফ ইফতি বাঁধন। খুলনার শেখ তানভীর হোসেন রৌপ্য এবং খুলনার মাহফুজ হোসেন ও ঢাকার সাকিব চৌধুরী সোয়াদ তাম্র পদক জয় করেন। +৭৩ কেজিতে বরিশালের ফুয়াদ আহমেদ যোবায়ের স্বর্ণ, রাজশাহীর মো. ইমতিয়াজ আহমেদ শাকিল রৌপ্য এবং খুলনা বিভাগের মো. আল মামুন ও ঢাকার আব্দুর রাকিব খান তাম্র পদক জিতেছেন।

তরুণী -৩৬ কেজি ওজন শ্রেণিতে বরিশাল বিভাগের মিশু আক্তার স্বর্ণ। খুলনা বিভাগের সুমাইয়া সিকদার রৌপ্য এবং চট্টগ্রামের ফাবলিহা নূর চৌধুরী ও বরিশালের আমরিন আক্তার রেখা তাম্র জিতেছেন। -৪০ কেজিতে স্বর্ণ জিতেছেন রাজশাহীর রেমী হাসী। রৌপ্য জিতেছেন রাজশাহীরই সানজিদা আক্তার পিংকি। তাম্র জিতেছেন বরিশালের ফারিয়া আক্তার রিনা ও খুলনার কৃষ্ণা অধিকারী শিলা। -৪৪ কেজিতে স্বর্ণ জিতেছেন বরিশালের মোছা. মোস্তাকিমা। রৌপ্য জিতেছেন ঢাকার সিরাতুল মুস্তাকিমা মালিহা। তাম্র জিতেছেন রংপুরের সোনিয়া ও খুলনার লিনা আঞ্জুমান শ্রাবণী। -৪৮ কেজিতে স্বর্ণ জিতেছেন রাজশাহীর মোসা. মুসফিকা খাতুন। রৌপ্য জিতেছেন ঢাকা বিভাগের বিশাদ আবাবিল। তাম্র জিতেছেন বরিশালের মোসা. সোহানা আক্তার ও জানাম জাহান জেবা। 

মঙ্গলবার বাকি ৬ ওজন শ্রেণির খেলা অনুষ্ঠিত হবে।