নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

হকি তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রাম-খুলনা

হকি তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রাম-খুলনা

হকি তরুণী বিভাগের ফাইনালে চট্টগ্রাম-খুলনা

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’-এর হকি তরুণী বিভাগের ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগ।

মঙ্গলবার মওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুট আউটে চট্টগ্রাম ৪-৩ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে।নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়।শুট আউটের প্রথম পাঁচ শটে উভয় দলের খেলোয়াড়রা ৩টি করে গোল করেন। সাডেন ডেথে জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ।

আরেক সেমিফাইনালে ঢাকাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ। খুলনার ইভা হ্যাটট্রিক করেছেন,আরেক গোল এসেছে সোনিয়ার স্টিক থেকে।