নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

বাস্কেটবল তরুণী বিভাগে রংপুর-খুলনা ও তরুণ বিভাগে চট্টগ্রাম-খুলনার জয়

বাস্কেটবল তরুণী বিভাগে রংপুর-খুলনা ও তরুণ বিভাগে চট্টগ্রাম-খুলনার জয়

বাস্কেটবল তরুণী বিভাগে রংপুর-খুলনা ও তরুণ বিভাগে চট্টগ্রাম-খুলনার জয়

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’-এর বাস্কেটবলে তরুণী বিভাগে রংপুর ও খুলনার জয়ের দিনে তরুণ বিভাগে জিতেছে চট্টগ্রাম ও খুলনা বিভাগ। 

মঙ্গলবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের বাস্কেটবল কোর্টে উপস্থিত হয়ে তরুণ বিভাগের খেলা উপভোগ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 

তরুণী বিভাগের প্রথম ম্যাচে রংপুর ৪০–১২ পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগ ৪৩–৮ পয়েন্টে হারিয়েছে ময়মনসিংহ বিভাগকে । 
তরুণ বিভাগে রংপুরের বিপক্ষে ৭৮-২৫ পয়েন্টে জিতেছে চট্টগ্রাম বিভাগ। আরেক ম্যাচে খুলনা ৬৫–১৩ পয়েন্টে ময়মনসিংহ বিভাগকে হারিয়েছে।

বুধবার গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হবে সেমিফাইনাল লাইনআপ।