ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : ‘শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমস-২০২৩’ এর ভারোত্তোলন এবং বাস্কেটবলের খেলা দেখতে হাজির হয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সেখানে গেমসের সার্বিক বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,আমরা ২০১৮ সালে যুব গেমস শুরু করেছি।তারই ধারাবাহিকতায় এবার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আয়োজিত হচ্ছে।
২০১৮ সালের যুব গেমস যে প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে এসেছে,তারাই আজকে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা দেশকে প্রতিনিধিত্ব করছেন।এবারের আসর থেকে বেড়িয়ে আসা খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। ফেডারেশনগুলো তাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে পাইপলাইনে খেলোয়াড়ের অভাব হবে না।
বিগত আসরের চেয়ে এবারের আয়োজন আরও গোছালো হচ্ছে উল্লেখ করে বিওএ মহাসচিব বলেন, ‘গতবারের তুলনায় এবার আমরা আরও ভালোভাবে গেমস আয়োজন করতে সক্ষম হয়েছি। প্রথমবার করতে গেলে কিছু ভুলত্রুটি থাকে। এবারের আয়োজনের সবকিছু শতভাগ সঠিক- বিষয়টা তেমনও নয়। কিন্তু যত গেমস আসবে তত নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ থাকবে’।
ভারোত্তোলন নিয়ে আশাবাদী শাহেদ রেজা বলেন, ‘নতুনদের ভালোভাবে পরিচর্যা করতে পারলে ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো ভারোত্তোলক আসবে। ভারোত্তোলনে একটা পর্যায়ের মধ্যে আছি আমরা।পরপর তিনটি এসএ গেমসে স্বর্ণ পদক পেয়েছি।গত এসএ গেমসে আমরা দুটো স্বর্ণ পেয়েছি। উদীয়মানরা মাবিয়া,জিয়ারুলদের অনুসরণ করে উঠে আসবে’।
ভারোত্তোলন থেকে বাস্কেটবলে যান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় বাস্কেটবল ফেডারেশনের কোর্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, বাস্কেটবলে নিজস্ব কোন ভেন্যু নেই। কোর্ট সংক্রান্ত আক্ষেপ তো ফেডারেশন কর্মকর্তাদের থাকবেই।