ঢাকা,২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ আজ ব্যাডমিন্টনে তরুণ এককের শিরোপা জিতেছেন সিলেটের শাহেদ আহমেদ এবং তরুণী এককে খুলনার এসকে পৃথা।
মঙ্গলবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে সিলেট বিভাগের শাহেদ আহমেদ ৪-২১, ২৩-২১ ও ২১-১১ (২-১ সেট) পয়েন্টে চট্টগ্রামের সিফাত উল্লাহ গালিবকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন।
তরুণী এককের ফাইনালে,খুলনা বিভাগের এসকে পৃথা ২১-১৬ ও ২১-১২ (২-০ সেট)পয়েন্টে খুলনা বিভাগের ম্যাথেনা মাথুর্য্য বিশ্বাসকে হারিয়ে শিরোপা জিতেন।
তরুণ দ্বৈতের ফাইনালে,সিলেট বিভাগের মাসুদ আহমেদ-শাহেদ আহমেদ জুটি ২১-১৫ ও ২১-১৮ (২-০ সেট) পয়েন্টে চট্টগ্রাম বিভাগের সিফাত উল্লাহ গালিব-য়াহিদ মির্জার জুটিকে পরাজিত করে শিরোপা জয় করেন।
তরুণী দ্বৈতে…