নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

হকিতে তরুণদের ফাইনালে রাজশাহী ও ঢাকা

হকিতে তরুণদের ফাইনালে রাজশাহী ও ঢাকা

হকিতে তরুণদের ফাইনালে রাজশাহী ও ঢাকা

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’-এর হকি তরুণদের ফাইনালে উঠেছে রাজশাহী ও ঢাকা বিভাগ।

তরুণ বিভাগে প্রথম সেমিফাইনালে রাজশাহী ৪-২ গোলে চট্টগ্রামকে হারিয়েছে।রাজশাহীর মেহেদী, বিশাল আহমেদ, জনি ইসলাম ও জান্নাতুল নাঈম গোল করেন।চট্টগ্রামের গোলদাতা মো. আবদুল্লাহ ও সাজেদুল ইসলাম। 

দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ৬-০ গোলে রংপুরকে হারিয়েছে।ঢাকারআমিরুল ও তারিক হাসানের স্টিক থেকে এসেছে দুটি করে গোল। সাদ্দাম ও পাভেল বাকি দুই গোল করেন।
 
ফাইনালের সূচি ০২/০৩/২৩
তরুণী : চট্টগ্রাম বনাম খুলনা। দুপুর ১টা
তরুণ : ঢাকা বনাম রাজশাহী। বিকেল ৩টা
 
স্হান নির্ধারণী আগামীকাল  ১ মার্চ :
তরুণ : চট্টগ্রাম বনাম রংপুর। ৩ টায়।
তরুণী : রাজশাহী বনাম ঢাকা। ১ টায়।