• হোম
  • /
  • শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিওএ এর প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা, এমপি এর সার্বিক নির্দেশনা এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সার্বিক ব্যবস্থাপনায় ২রা জানুয়ারি থেকে ৪ঠা মার্চ ২০২৩-এ অনুষ্ঠিত হবে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩। জেলা, বিভাগ ও জাতীয় এই তিন স্তরে এই গেমস পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ বয়স সীমা ১৭ বছর। নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী ১ম স্তরে দেশের সকল উপজেলার খেলোয়াড়রা ৬৪টি জেলায়, ২য় স্তরে ৬৪টি জেলা দল ৮টি বিভাগীয় শহরে এবং চূড়ান্ত বা জাতীয় পর্যায়ে ০৮টি বিভাগীয় দল প্রতিযোগিতার অংশগ্রহণ করবে :

প্রথম পর্ব - আন্তঃউপজেলা              ঃ ০২-১০ জানুয়ারি ২০২৩
দ্বিতীয় পর্ব- আন্তঃজেলা                   ঃ১৬-২২ জানুয়ারি ২০২৩
চূড়ান্ত পর্ব- ঢাকা                              ঃ ২৬ ফেব্রুয়রি হতে ০৪ মার্চ ২০২৩

ডিসিপ্রিন সমূহঃ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাধারণত যে, সব খেলা অনুষ্ঠিত হয়ে থাকে তাকে প্রাধান্য দিয়ে ও আন্তর্জাতিক পর্যায়ে যে সকল গেমসে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য ও জনপ্রিয়তার ভিত্তিতে মোট ২৪ টি ডিসিপ্লিন নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য বেশি সংখ্য ডিসিপ্লিনে অংশগ্রহণ করার নিমিত্তে সকলকে উদ্বুদ্ধ করণের জন্য ব্যবস্থা গ্রহণ প্রশংসিত হবে। প্রতিটি পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিে প্রাইজ মানি ও বিওএ হতে প্রশংসাপত্র দেয়া হবে। দলগত পর্যায়ে ১ম ও ২য় স্থা অর্জনকারী দলকেও একইভাবে পুরুষ্কৃত করা হবে।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস- ২০২৩ এর ডিসিপ্লিন সমূহ নিম্নরূপঃ

দলগত

একক

 ১। বাস্কেটবল  ১। আরচ্যারী  ১০। শ্যুটিং
 ২। ফুটবল  ২। এ্যাথলেটিকস্  ১১। স্কোয়াশ
 ৩। হ্যান্ডবল  ৩। ব্যাডমিন্টন  ১২। সাঁতার
 ৪। হকি  ৪। বক্সিং  ১৩। টেবিল টেনিস
 ৫। কাবাডি  ৫। দাবা  ১৪। তায়কোয়ানডো
 ৬। রাগৰী  ৬। সাইক্লিং  ১৫। ভারোত্তোলন
 ৭। ভলিবল  ৭। জিমন্যাষ্টিকস  ১৬। কুন্তি
   ৮। জুডো  ১৭। উত্ত
   ৯। কারাতে  

 নোটঃ জিমন্যাষ্টিকস্ এবং রাগবী এ বছরে সংযুক্ত হয়েছে।

 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা যাতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিকশিত করতে সক্ষম হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে যুব গেমস এর এই মহাযজ্ঞে দ্বিতীয় আসরটি আয়োজনে সচেষ্ট রয়েছে।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আধুনিকতায় রূপান্তরিত করার মাধ্যমে খেলাধূলায় যুগোপযোগী উন্নয়ন ত্বরান্বিত করা যায় সেই বুদ্ধিদীপ্ত পরিকল্পনাকে সামনে রেখে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল মৃত্যুর পূর্ব পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

ক্রীড়াঙ্গনে শেখ কামাল বহুবিস্তৃত এক বিরল প্রতিভা। বিভিন্ন খেলায় দক্ষ খেলোয়াড় হিসেবে তার সম্পৃক্ততা ছিল প্রশংসনীয় এবং অনুকরণীয়। একাধারে শেখ কামালের সাংগঠনিক দক্ষতাও ছিল প্রশংসনীয়। আবহানী ক্রীড়া চক্র তাঁর সাংগঠনিক প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর। উল্লেখ্য স্বাধীনতার পরবর্তী স্বল্প সময়ে দেশের ক্রীড়ার উন্নয়নে তাঁর আত্মত্যাগের বিষয়টি স্মরণে বিওএ আয়োজিত ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ তাঁর নামে নামকরণ নিঃসন্দেহে প্রশংসনীয়।

উল্লেখ্য, ২০১৮-র ১ম বাংলাদেশ যুব গেমস- এ একক ও দলীয়সহ মোট ২১টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত হয়। উক্ত গেমসে প্রথম পর্বে ৬৪টি জেলায় ২৭,১৯৬ জন, ২য় স্তরে ০৮টি বিভাগে ৬,৭৩৮ জন এবং চূড়ান্ত অর্থাৎ জাতীয় পর্যায়ে ঢাকায় ২,৬৬০ জন সম্ভাবনাময় তরুণ-তরুণী ক্রীড়াবিদ অংশ নেয়। ১ম বাংলাদেশ যুব গেমস থেকে উঠে আসা বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা পরবর্তীতে বিভিন্ন আঞ্চলিক গেমস/চ্যাম্পিয়ানশীপে পদক জয়সহ সম্মানজনক ফলাফল অর্জন করে।

সুতরাং সুপ্ত প্রতিভাবান তরুণ-তরুণী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ সম্প্রসারণের জন্য বিওএ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস- ২০২৩ এর ডিসিপ্লিন সংখ্যা একক ও দলীয়সহ ২৪টিতে উন্নীত করেছে। গেমসের ২য় আসরে ১ম পর্বে, ২য় পর্বে এবং চূড়ান্ত অর্থাৎ জাতীয় পর্যায়ে আনুমানিক ৬০,০০০ ক্রীড়াবিদ, প্রশিক্ষক/টীম ম্যানেজার, টেকনিক্যাল অফিসিয়াল, ক্রীড়া সংগঠক সম্পৃক্ত থাকবে।

বিওএ একান্ত আশাবাদী যে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর ২৪টি খেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিস্ময়কর প্রতিভা শেখ কামালের আদর্শে উদ্দীপ্ত হয়ে দেশের ক্রীড়াঙ্গনে গতি সঞ্চার করতে সক্ষম হবে। পরিশেষে জেলা, বিভাগ ও জাতীয় স্তরে আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস- ২০২৩ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হবে বলে বিওএ দৃঢ় প্রত্যয়ী। সকল স্তরের সংগঠক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমে যুব গেমস আয়োজনের লক্ষ্য বাস্তবায়নে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ গতি সঞ্চার করবে এটাই প্রত্যাশা।

পদক তালিকা ২০২৩