ঢাকা, ১ মার্চ,২০২৩
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ভারোত্তোলন ৫ স্বর্ণ ও ৩ ব্রোঞ্জ নিয়ে দলগতভাবে সেরা হয়েছে খুলনা বিভাগ। রংপুর বিভাগ ৩ স্বর্ণ, ৪ রুপা ও ১ ব্রোঞ্জ নিয়ে সম্মিলিত পদক তালিকার দ্বিতীয় হয়েছে। দুটি করে স্বর্ণ ও রুপা এবং এক ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে ঢাকা। রাজশাহীর অর্জন দুই রুপা ও ১ ব্রোঞ্জ এ ছাড়া ময়মনসিংহের অর্জন দুটি ব্রোঞ্জ।
বুধবার তরুনণদের ৭৩ কেজি ওজন শ্রেনীতে খুলনা বিভাগের সৈয়দ মনির হাসান ১৮৩ কেজি (স্ন্যাচ ৮৪ এবং ক্লিন এন্ড জার্কে ৯৯) উত্তোলন করে সোনা জিতেছেন। রাজশাহী বিভাগের মো. মেরাজ ১৬০ (স্ন্যাচ ৭০, ক্লিন এন্ড জার্কে ৯০) কেজি উত্তোলন করে রুপা জিতেছেন। ময়মনসিংহ বিভাগের মো. ফখরুদ্দিন সাইম ব্রোঞ্জ জয়ের পথে ১০৫ (স্ন্যাচ ৪৫, ক্লিন এন্ড জার্ক ৬০) কেজি উত্তোলোন করেন।
+৭৩ কেজি ওজন শ্রেনীতে খুলনা বিভাগের শেখ নিয়ামুল ১৯৮ (স্ন্যাচে ৮৯, ক্লিন এন্ড জার্কে ১০৯) কেজি উত্তোলন করে সোনা জেতেন। রংপুরের নাজিম পারভেজ রুপা জয়ের পথে ১৬০ (স্ন্যাচে ৭৩, ক্লিন এন্ড জার্কে ৮৭) কেজি উত্তোলন করেন। ময়মনসিংহ বিভাগের উৎস কুমার পাল ১৫৭ (স্ন্যাচে ৬৯, ক্লিন এন্ড জার্কে ৮৮) কেজি উত্তোলন করে ব্রোঞ্জ জিতেছেন।
৫৯ কেজিতে একমাত্র প্রতিযোগি ঢাকা বিভাগের তানিশা আফরোজ সুমাইয়া স্ন্যাচে ৪০, ক্লিন এন্ড জার্কে ৫০ কেজি উত্তোলন করে সোনা জেতেন।
+৫৯ কেজিতে একমাত্র প্রতিযোগি রংপুরে বিভাগের সাথী রানী কুন্ডু স্ন্যাচে ৩৫, ক্লিন এন্ড জার্কে ৪০ কেজি উত্তোলন করে সোনা জেতেন।
পদক তালিকা (ভারোত্তোলন)
বিভাগ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
খুলনা ৫ ০ ৩
রংপুর ৩ ৪ ১
ঢাকা ২ ২ ১
রাজশাহী ০ ২ ১
ময়মনসিংহ ০ ০ ২
মোট ১০ ৮ ৮