নিউজ ও ইভেন্টস

  • হোম
  • /
  • নিউজ ও ইভেন্টস

আর্চারির উদ্বোধন

আর্চারির উদ্বোধন

আর্চারির উদ্বোধন

ঢাকা, ১ মার্চ

টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচারি  ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ, বাংলাদেশ আরচারি ফেডারেশনের স্পনসর প্রতিষ্ঠান সিটি গ্রুপ-এর নির্বাহী পরিচালক, বিক্রয় ও বিপণন জাফর উদ্দিন সিদ্দিকীসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তারা। ৩দিন ব্যাপী   প্রতিযোগিতায় ৮টি বিভাগীয় আরচারি দলে রিকার্ভ ডিভিশনে ৩৭ তরুণ ও ৪০ তরুণী অংশগ্রহণ করছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাইনুল ইসলাম বলেন, 'নতুন প্রতিভাবান খেলোয়াড় পাওয়ার জন্য এই গেমস একটা ভালো পাইপলাইন।  এটাকে প্রতি চার বছরের জায়গায় দুই বছর পর  পর করার ব্যবস্থা করা দরকার।  তৃণমূল থেকে খেলোয়াড় তুলে নিয়ে আসতে হলে স্কুল এবং কলেজ পর্যায় থেকে এটা শুরু করতে হবে।’